৪৫তম বিসিএসে শ্রুতিলেখকের নাম চেয়েছে পিএসসি

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।ছবি : সংগৃহীত

৪৫তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের সুবিধা দেবে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের (যেসব প্রতিবন্ধী প্রার্থী শ্রুতিলেখক চান) আগামী ৩০ এপ্রিল অফিস চলাকালীন আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের পিএসসি থেকে শ্রুতিলেখক দেওয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতিলেখক চান তাদের ৩০ এপ্রিল অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com