
দুই বছর স্থগিত থাকার পর আবারও পালন করা হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। অনুষ্ঠানে ২১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার এবং সনদ দেওয়া হয়েছে। বর্ষসেরা শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান, মাঠ কর্মকর্তা, স্কুল ম্যানেজিং কমিটি ও জনপ্রতিনিধি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮ শতাংশে পৌঁছেছে। মেয়েদের ভর্তির হার বাড়ার বিপরীতে কমেছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। প্রাক-প্রাথমিক স্তরে সময় বাড়িয়ে দুই বছর করায় আনন্দের সঙ্গে স্কুলজীবন শুরুর প্রস্তুতি নিতে পারছে শিশুরা। মিড ডে মিলের মাধ্যমে স্কুল ফিডিং কার্যক্রম আবারও শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জগজ্জীবন বিশ্বাস পেয়েছেন শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর-২০২২ পদক।