এমআইএসটিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

এমআইএসটিতে শনিবার সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এমআইএসটিতে শনিবার সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।ছবি : সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও লিটকনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সহযোগিতায় ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ)।

প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফ্যাকাল্টি অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিম। ৩৫১টি দল বাছাই পর্বে অংশগ্রহণ করে যার মধ্যে থেকে ১০০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ৭৫টি দল দেশের ৭২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং বাকি ২৫টি দল সেনাবাহিনী, পুলিশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন করপোরেট সংস্থা থেকে প্রতিনিধিত্ব করে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত পাঁচটি কর্মশালায় ৩২১ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com