প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি: সংগৃহীত

কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ৪ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার যান প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমির, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আলাপ আলোচনা হয়। ৮ মার্চ দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com