
ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। আমি ওয়াসাকে বলেছি, জোন অনুযায়ী পানির দাম হবে। দুই বছর ধরে এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণের কথা ভাবছে ঢাকা ওয়াসা। যদিও তা এখনো বাস্তবায়ন হয়নি।
সর্বশেষ ২০২২ সালের ১৭ জুলাই ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড বাংলাদেশ যৌথভাবে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণবিষয়ক কারিগরি গবেষণার ফলাফল প্রকাশ করেছিল। রাজধানীকে ১০টি জোনে ভাগ করে এলাকা ও গ্রাহকের সামর্থ্যের ভিত্তিতে পানির নতুন দাম নির্ধারণের প্রস্তাব করা হয়।