
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২তম সেশনে তিনি এ অনুরোধ জানান।
তুর্ক বলেন, আমার কার্যালয়ের সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আমি এ আইন সংশোধনের অনুরোধ জানাচ্ছি। কারণ যারা মুক্ত মত ও বিশ্বাস চর্চা করেন তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ড প্রয়োগ অব্যাহত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশসহ ৪০টির বেশি দেশের পরিস্থিতি তুলে ধরেন। বাংলাদেশ প্রসঙ্গে তুর্ক বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক কর্মীদের ইচ্ছামতো গ্রেপ্তার এবং নির্বাচন সামনে রেখে মানবাধিকার রক্ষাকারী ও মিডিয়াকর্মীদের হয়রানির ঘটনায় আমি দুঃখিত। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এ সেশনে ইউক্রেন যুদ্ধের প্রভাব, আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নসহ বিশ্বের বেশ কিছু উদ্বেগজনক পরিস্থিতির বিষয় তুলে ধরা হয়।