বিএনপি কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে আমরা দেখে নেব : পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।পুরোনো ছবি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে ওস্তাদ। তাদের পারদর্শিতা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আরেকটা ব্যাপারে তারা পারদর্শী। মিথ্যাচারের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি। তারা কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে, আমরা দেখে নেব।

গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের সড়কে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি কীভাবে ক্ষমতায় আসবে প্রশ্ন তুলে পরশ বলেন, ১৪ বছর কেন, এ বাংলাদেশে যত দিন মুক্তিকামী বাঙালি, তাদের প্রজন্ম এবং সন্তানরা আছে, যত দিন যুবলীগ আছে, আমরা দেখে নেব তারা কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে। শেখ হাসিনার অধীনেই সাংবিধানিক ও সুশৃঙ্খলভাবে সবার অংশগ্রহণে নির্বাচন হবে, তাতে স্বাধীনতার পক্ষের শক্তি জয়ী হবে।

বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে পরশ বলেন, সভা-সমাবেশ করেন। বিরোধী মতামত, বিরোধী দলের কার্যক্রমকে স্বাগত জানাই। এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কোনোভাবেই জনগণকে ভিকটিম বানানোর চেষ্টা করবেন না। জনগণের জানমালের ক্ষতি করলে, নিরাপত্তায় ব্যাঘাত ঘটালে যুবলীগের নেতাকর্মীরা বসে থাকবে না।

পরশ বলেন, বিএনপি যখনই রাজনৈতিক কর্মসূচি দেয়, মানুষ আতঙ্কে থাকে, ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে। এ কারণেই যুবলীগ রাজপথে থেকে সাধারণ মানুষকে সাহস দেয়। যখনই তারা কর্মসূচি দেবে, যুবলীগও রাজপথে থাকব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় শান্তি সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর উত্তর যুবলীগের নেতারা বক্তৃতা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com