
পুরান ঢাকাকে সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন শহরে পরিণত করতে প্রকল্প হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আওতায় উন্নয়নের জন্য পুরান ঢাকার সাতটি এলাকা নির্ধারণ করা হলেও সেটিকে বাড়িয়ে ১০টি এলাকায় পরিণত করতে নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। এ ছাড়া প্রকল্পের মেয়াদ তিন থেকে কমিয়ে দুই বছর নির্ধারণের নির্দেশও দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
নগর পুনঃউন্নয়ন প্রকল্পে পিডি (প্রকল্প পরিচালক) ও রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, পুরান ঢাকার বংশাল, চকবাজার, ইসলামবাগ, মৌলভীবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগসহ সাত এলাকার উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নাম ‘ঢাকা আরবান রিজেনারেশন প্রকল্প’। ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ অর্থের জোগান দেবে। প্রকল্পের আওতায় এসব এলাকার রাস্তা প্রশস্তকরণ, রাস্তার পাশের প্লটে ব্লকভিত্তিক উন্নয়ন, অগ্নিকাণ্ডের সময় পানি সরবরাহ নিশ্চিতে হাইড্রেন্ট পয়েন্ট স্থাপন ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্রকল্পের টেকনিক্যাল অ্যাসিসটেন্স প্রজেক্ট প্রপোজাল (টিএপিপি) প্রণয়ন করে অনুমোদনের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেটি নিয়ে গতকাল গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রকল্পের টিএপিপি সংশোধন করে অনুমোদনের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই সেটি পরবর্তী কার্যক্রমের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হবে।
মো. আশরাফুল ইসলাম আরও বলেন, প্রকল্প বাস্তবায়নকালে যাদের জমি ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। স্থানীয়রা যদি ব্লকভিত্তিক উন্নয়নসহ অন্যান্য উন্নয়ন কাজ করতে চান, রাজউক তাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে।
সভায় গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন), যুগ্ম সচিব উন্নয়ন, যুগ্ম সচিব বাজেট, যুগ্ম সচিব পরিকল্পনা, রাজউকের সদস্য পরিকল্পনা, প্রকল্প পরিচালকসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।