আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

গতকাল রোববার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে চলছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকত, তাহলে আমরা থমকে যেতাম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে উন্নয়ন সম্ভব নয়। মির্জা আজম এমপির সভাপতিত্বে ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ অনেকে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com