এবার মনিপুর স্কুলের অ্যাডহক কমিটির দায়িত্বে ঢাকার ডিসি

এবার মনিপুর স্কুলের অ্যাডহক কমিটির দায়িত্বে ঢাকার ডিসি

চলমান বিবাদের মধ্যে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে। এতে বর্তমান প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসন হবে বলে মনে করছে বোর্ড।

গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের আদেশ দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষককে সদস্য সচিব ও সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে আলমগীর জামিলকে। অভিভাবক সদস্য হয়েছেন স্থানীয় জাকিয়া শিল্পী। পোষ্য কোটায় নুসরাত জাহান স্নেহাকে রাখা হয়েছে। নতুন কমিটির মেয়াদ হবে ৬ মাস।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com