বিএনপি ভোট চুরির মহারাজা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপিকে ভোট চুরির রাজা-মহারাজা দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিএনপির এক নেতা ব্যালট চুরি করতে গিয়েছিলেন। ১০ বছর ধরে এ কাজটি তারা গোপনে করে এসেছে। এবার তারা ধরা পড়ে গেছে।

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ব্যালট চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে সকাল থেকে তারা দফায় দফায় আদালতে জঙ্গি কায়দায় হামলা করেছে। ভোটকে পণ্ড করতে বারবার হামলা করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার কারা করেছে? আওয়ামী লীগ কখনো জনগণের ভোট চুরি করেনি। বরং বিএনপিরই এ অপবাদ আছে। ভোট চুরির অপবাদ আওয়ামী লীগকে দেবেন না। ভোট চুরির রাজা-মহারাজা বিএনপি। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সে হিসেবে নির্বাচন খুব দূরের বিষয় নয়। নির্বাচন আমাদের মূল বিষয়।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে বিএনপি খারাপ কিছু করতে চায়। তারা নতুন করে ষড়যন্ত্র করেছে। ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায় তারা। এটা ’১৩-১৪ সাল নয়, ২০২৩ সাল, সেটি মনে রাখবেন। নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল-আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com