
বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে তার এলাকা মুকসুদপুরে মুনিরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, খানপুরা রাজ্জাকিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা এবং পূর্ব নওখণ্ডা আলিয়া মাদ্রাসা ও হেফজখানা এবং এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। গ্রামের বাড়ি গোহালায় বাদ আসর ও ঢাকায় বাদ মাগরিব মিলাদ, দোয়া, কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বাদ জুমা এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের কৃতী সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী খালেক শেখ মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস পরিবারসহ প্রতি মুহূর্তে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কাটান। পাকিস্তান মিলিটারি একাধিকবার তাদের বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে দেয়। তার দুই সহোদর এবং দুই ভাগ্নে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
২০০২ সালের ১০ মার্চ মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আশরাফুল আলম পপলু তার তৃতীয় ছেলে। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে যান।