পাকিস্তান ভালো ছিল মনে হলে এদেশে থাকার দরকার নেই : কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বঙ্গবীর কাদের সিদ্দিকী।পুরোনো ছবি

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিএনপির একজন নেতা হঠাৎ কেন যেন বলে বসলেন বাংলাদেশ থেকে পাকিস্তান ভালো ছিল। যে বাংলাদেশের জন্য আমি রক্ত দিয়েছি, সত্যিকারের রক্ত। কারও যদি মনে হয়, বাংলাদেশের চাইতে পাকিস্তান ভালো ছিল তার এক মুহূর্ত বাংলাদেশে থাকার দরকার কী। তুমি পাকিস্তানে গিয়ে নাচানাচি করো। বাংলাদেশে তোমার থাকার দরকার নেই।

গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মিসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, এই দেশে থাকবা। এই দেশের আলো-বাতাস নিবা। আর পাকিস্তানের গুণকীর্তন গাইবা। পাকিস্তানও খুব সুখে নেই। ইমরান খানকে ঘাটে ঘাটে হয়রানি করা হচ্ছে। আমার দেশে রাজনীতি করে পাকিস্তানি গুণকীর্তন গাইবেন না। বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবেন না, আমরা যতদিন বেঁচে আছি।

কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য বেগম নাসরিন কাদের সিদ্দিক, নারায়ণগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান জিসান, সেক্রেটারি মো. জামান প্রমুখ।

কাদের সিদ্দিকী আরও বলেন, গামছার দল করি বলে নৌকাওয়ালারা ভাইবেন না বঙ্গবন্ধুর সবখানি আপনার। বঙ্গবন্ধুকে যখন মারা হয়, তার তিন ছেলেকে যখন মেরে ফেলা হয়, অনেক বড় বড় আওয়ামী লীগ নেতারা তখন ইঁদুরের গর্তে লুকিয়ে ছিলেন। আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে ওরা নির্বংশ করতে পারেনি।

বঙ্গবন্ধু হত্যার বদলা আমি নেবোই নেবো। যদি প্রতিবাদ না করতাম, আমার ছোট ভাই শামীমও বাঁচত না, আইভীও বাঁচত কি না জানি না। তাই একটু ভেবেচিন্তে কথা বলবেন।

তিনি আরও বলেন, আরেকজন বলেছেন হঠাৎ বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ না হলে আপনি চায়ের দোকানেও কাজ করতে পারতেন না। বাংলাদেশ হওয়ায় বহু মানুষের তেল হয়েছে। এ দেশটাকে বাঁচাতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com