খাদ্য মজুত নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি : সংগৃহীত

রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে আশ্বস্ত করে জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। বাসস।

রমজান ও ঈদুল ফিতরের আগে গতকাল রোববার পিএমওতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রমজানের আগে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা আমাদের জন্য সন্তোষজনক। রোজার সময় নিত্যপণ্য যাতে মানুষের কাছে পৌঁছায়, সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে সেজন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি। এই প্রেক্ষাপটে তিনি সবাইকে আতঙ্কিত হয়ে কেনাকাটা করতে না যাওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, সরকার এরই মধ্যে চিনি আমদানিতে কর কমিয়েছে। ট্যারিফ ভ্যালু তুলে নিয়েছে। এতে রমজানে চিনির দাম কম থাকবে। সরকারি ব্যবস্থায় রমজানের আগে চিনি আমদানি অনেক বেশি হবে বলে তিনি মনে করেন। এ ছাড়া খোলা বাজারে বিক্রয় (ওএমএস) যথারীতি অব্যাহত থাকবে। সেইসঙ্গে টিসিবি বিক্রি করবে নিত্যপণ্য। এর মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, চাল, পেঁয়াজ ও ছোলা। টিসিবি রাজধানীতে খেজুরও বিক্রি করবে বলে জানান তিনি।

রমজান ও ঈদ সামনে রেখে প্রায় ১০ কোটি মানুষ লাভবান হবে জানিয়ে তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক কেজি চাল ১৫ টাকায় বিক্রি হবে। মুখ্য সচিব বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, ইফতার ও সেহরির সময় যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং রাত ১১টার পর সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তারা। বৈঠকে ঈদের আগে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

তোফাজ্জল হোসেন মিয়া এক প্রশ্নের জবাবে বলেন, কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারা দেশে কঠোর তদারকি করা হবে। ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com