মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ১৩ মে

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ১৩ মে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন ১৩ মে অনুষ্ঠিত হবে। ওই দিন সারা দেশে মহানগর ও উপজেলা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তফসিল ঘোষণা করেন।

এ সময় ছিলেন এ নির্বাচন সংক্রান্ত কমিশনার সাবেক অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব আনছার আলী খান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস প্রমুখ।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ, আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, প্রত্যাহার ১৬ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ এপ্রিল এবং পরদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com