ধুপখোলা মাঠে মার্কেট নির্মাণে স্থিতাবস্থা জারি

ধুপখোলা মাঠে মার্কেট নির্মাণে স্থিতাবস্থা জারি

ঢাকার ঐতিহাসিক ধুপখোলা মাঠে মার্কেটসহ অন্যান্য স্থাপনা নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ৭টি প্রতিষ্ঠানের করা রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বেলা এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থিতাবস্থা আরোপের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ধুপখোলা মাঠে মার্কেট নির্মাণ ও মাঠের শ্রেণি পরিবর্তনের উদ্যোগ কেন আইনবহির্ভূত, আইনি কর্তৃত্ববিহীন এবং আইনগতভাবে ভিত্তিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ফেব্রুয়ারিতে বেলা, আসক, এএলআরডি, নিজেরা করি, ব্লাস্ট, নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েস জনস্বার্থে এ রিট করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তাকে সহযোগিতা করেন আইনজীবী এস এম রেজাউল করিম, আইনজীবী শামীমা নাসরিন ও আইনজীবী এস হাসানুল বান্না।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com