‘ওপেন হাউস’ সভা ভারতীয় হাইকমিশনে

‘ওপেন হাউস’ সভা ভারতীয় হাইকমিশনে
ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সঙ্গে ‘ওপেন হাউস’ মতবিনিময় সভা করেছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। গত মঙ্গলবার এ সভা করেন বলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় কনস্যুলার সেবা নিয়ে ভারতীয় নাগরিকদের অভিযোগ ও সমস্যাগুলো শুনে এবং সমস্যা সমাধানে তাদের পরামর্শ চান প্রণয় ভার্মা। সেগুলো বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।

কনস্যুলার পরিষেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ভারতীয় নাগরিকদের জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করতে এবং সমস্যার ব্যবহারিক সমাধান খুঁজতে ‘ওপেন হাউস’ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com