বিদেশিদের পদলেহনে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।পুরোনো ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই জেনে বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন এবং তাদের পদলেহন করছেন বিএপির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই মন্তব্য করেন মন্ত্রী।

নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না— বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়াও বেশ কয়েকবার এমন কথা বলেছিলেন। পরে দেখা যায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সে নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল।

১৪ বছর বিএনপিকে পাশে পায়নি কেউ :

তথ্যমন্ত্রী বলেছেন, ভোট এলে তারা লাফালাফি করে আর বড় বড় কথা বলে। করোনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোনো বিপদেই জনগণ বিএনপিকে পাশে পায়নি। গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউনিয়নের লোকমান চেয়ারম্যান মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইকবাল হোসেন, চেয়ারম্যান মো. নূর উল্লাহ, আবদুর রহিম, সিরাজুল করিম সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাতুল ইসলাম খোকন, মো. কামাল উদ্দিন, আইয়ুব রানা, জসিম উদ্দিন, মো. ইসমাঈল, ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. আলী শাহ, যুবলীগ নেতা মো. বাদশা, ছাত্রলীগের মো. ফারুক প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com