রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১১:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতারণা মামলায় জামিন নেন যুগ্ম সচিব এনামুল

প্রতারণা মামলায় জামিন নেন যুগ্ম সচিব এনামুল

গত বছরের অক্টোবরে যুগ্ম সচিব এনামুল হকের ‘হ্যাক’ হওয়া ফেসবুক আইডি থেকে ছন্দা জোয়ার্দার নামে এক নারী প্রতারণার শিকার হন। পরে ওই নারী এনামুল হকের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলা করেন। অন্যদিকে তার আইডি হ্যাকের পরই চাকরি দেওয়ার নামে প্রতারণা শুরু করেন আল-আমিন নামে এক যুবক। ওই মামলায় রোমানা ফেরদৌস নামে আরেক নারীকেও আসামি করা হয়। পরে এনামুল হক ওই মামলায় জামিনও নেন।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য যুগ্ম সচিব এনামুল হক নিজেই জানান। এর আগে গত শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় আলোচনায় এসেছেন ওই যুগ্ম সচিব। র‌্যাবের দাবি, এনামুল হকের এক অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় সুলতানা জেসমিনকে। পরে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে আটক ও জিজ্ঞাসাবাদের সময় এনামুল হক উপস্থিত ছিলেন।

এখন এনামুল হকের দাবি, তার আইডি হ্যাক করা প্রতারক আল-আমিনের সঙ্গে জড়িত ছিলেন জেসমিন সুলতানাও। যদিও কোনো থানায় জেসমিন সুলতানার বিরুদ্ধে মামলা পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাত টেনে গতকাল যুগ্ম সচিব এনামুল হক আরও বলেন, আইডি হ্যাকের ঘটনায় ভুক্তভোগী ছন্দা জোয়ার্দার জানতেন না, তার (যুগ্ম সচিব) আইডির ব্যবহারকারী আল-আমিন। প্রতারক আল-আমিন রোমানা ফেরদৌস নামের এক নারীর মাধ্যমে ছন্দার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন। একইভাবে নওগাঁর জেসমিনকে ব্যবহার করেও টাকা সংগ্রহ করেন আল-আমিন। এখন আল-আমিন গ্রেপ্তার হলে সবকিছু পরিষ্কার হবে বলে তার বিশ্বাস।

এদিকে গত বুধবার জেসমিনকে আটকের পরদিন ২৩ মার্চ এনামুল হক নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন। তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করা হচ্ছিল বলে দাবি করেছেন এনামুল হক।

মামলার এজাহারে এনামুল হক উল্লেখ করেন, চাঁদপুরের হাইমচর থানার গাজীবাড়ি এলাকার মো. আল-আমিন ও নওগাঁর সুলতানা জেসমিন তার নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। গত ২০ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের উচ্চমান সহকারীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। চাকরি দেওয়ার নাম করে তার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনি আসামিদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

এনামুল হকের বক্তব্য অনুযায়ী, গত বছরের শুরুতে তার ফেসবুক আইডি হ্যাক হয়। এ ব্যাপারে গত বছরের মার্চে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে কবে কোন থানায় সেই জিডি করা হয়েছিল, সে তথ্য তিনি দিতে চাননি।

এদিকে সুলতানা জেসমিনের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার এজাহারে এনামুল হক দাবি করেছেন, তার নাম ও ছবি ব্যবহার করে নতুন আইডি খুলে প্রতারণা করা হচ্ছিল। আল-আমিন জেসমিনের সঙ্গে তার নামের ভুয়া আইডি থেকেই বন্ধুত্ব গড়ে তোলেন। স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন তিনি।

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হকের দাবি, আল-আমিন তার পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতে শুরু করেন। তবে আল-আমিন নিজে টাকা না নিয়ে জেসমিনের ব্যাংক হিসাবে টাকা নিতে শুরু করেন।

যুগ্ম সচিব পদমর্যাদার এই কর্মকর্তা আরও দাবি করেন, জেসমিনও আগে জানতেন না যে তার কথা হয় হ্যাকার আল-আমিনের সঙ্গে। তিনিও প্রতারিত হন। একপর্যায়ে আল-আমিন নিজেই জেসমিনকে জানিয়ে দেন, তিনি আসলে এনামুল হক নন, একজন হ্যাকার। কিন্তু তখন আর জেসমিনের এই প্রতারকের কাছ থেকে দূরে সরে আসার কোনো পথ ছিল না।

র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘আমরা আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করছি, দু-এক দিনের মধ্যেই তাকে আমরা গ্রেপ্তার করতে পারব। জেসমিনকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এই র‌্যাব কর্মকর্তা বলেন, ‘র‌্যাব আইনের মধ্যে থেকেই কাজ করে। জেসমিনকে নির্যাতন করার কোনো কারণ নেই। কারণ, তিনি যে প্রতারক চক্রের সঙ্গে জড়িত তা প্রমাণ হয়েছে আগেই। তিনি তা স্বীকারও করেছিলেন।’

মামলা হওয়ার আগেই জেসমিন আটকের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা জানান, একজন যুগ্ম সচিব পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি এভাবে হেনস্তার শিকার হন, অপরাধ না করেও মামলায় পড়ে হয়রানির শিকার হন, তখন বিষয়টি গুরুত্ব সহকারেই দেখতে হয়। তা ছাড়া মামলা না থাকলে যে কাউকে আটক করা যাবে না, তা নয়। কেউ অপহরণের শিকার হলেও তো আমরা খবর পেলেই উদ্ধার করি। পরে মামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

‘ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার’

আইসিসির এলিট প্যানেলে সৈকত

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে ১৩০ ব্রিটিশ এমপির চিঠি

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মার্কিন কর্মকর্তার পদত্যাগ

এবার ড. ইউনূসের ইউনেস্কোর পুরস্কার নিয়ে মুখ খুললেন তার আইনজীবী

দাম কমেছে অর্ধেক, তবুও মিলছে না ক্রেতা

একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে : ফখরুল

জেল থেকে মুক্ত হয়ে আলভেজের পার্টি

ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

১০

একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন 

১১

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

১২

সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

১৩

ভয়ংকর ত্রয়ীতে নতুন স্বপ্ন ব্রাজিলের

১৪

বিএসএমএমইউর নতুন উপাচার্য / কোনো গ্রুপ নয়, সবাইকে নিয়ে কাজ করব

১৫

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

১৬

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

১৭

নোয়াখালীর সেই পুকুরে মিলল আরও ১০০ ইলিশ

১৮

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

১৯

আবারও নরওয়েতে চুয়েট শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সুযোগ

২০
*/ ?>
X