
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পাশাপাশি সমমনা বিভিন্ন জোট এবং দলও গতকাল শনিবার রাজধানীতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন করেছে। পল্টন মোড়ে কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ নেতা।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে জনগণের টাকায় দেশ-বিদেশে ঘুরছেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য; কিন্তু তাতে মানুষের কী লাভ হয়েছে? সরকার যতই টালবাহানা করুক, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে যারা আছেন, কেউ তার অধীনে নির্বাচনে যাবে না। পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে হাসনাত কাইয়ূম জানান, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটি মিটিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেছে ১২ দলীয় জোট। জোটের শীর্ষ নেতা জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, বিএমএলের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ।
বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে সভাপতির বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারি, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, সাম্যবাদী দলের ডা. নুরুল ইসলাম প্রমুখ নেতারা।
এদিকে পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়সহ রাজধানীর আরও তিনটি স্থানে মানববন্ধন করেছে এলডিপি। দলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। অবাক হোসেন রনির নেতৃত্বে মহানগর উত্তর এলডিপির মানববন্ধন সুবাস্তু বাড্ডা, আমান সোবহান ও খোকনের নেতৃত্বে দক্ষিণের মানববন্ধন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, অসিম ঘোষ ও খালিদ বিন জসিমের নেতৃত্বে আগের মানববন্ধন যাত্রাবাড়ীতে এবং সাহাদাত হোসেন মানিক ও এফএমএ আল মামুনের নেতৃত্বে পশ্চিমের মানববন্ধন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পালিত হয়।
এ ছাড়া বগুড়া, রাজশাহী মহানগর, চাঁদপুর, সিলেট মহানগর, চট্টগ্রাম জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কক্সবাজারসহ বিভিন্ন জেলা-মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি। অন্যদিকে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে মানববন্ধন করেছে। গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি জোট ও দলগুলো নিজ নিজ মানববন্ধন থেকে যুগপৎ আন্দোলনের একাদশ কর্মসূচি হিসেবে আগামী ১৮ মার্চ দেশব্যাপী মহানগরে সমাবেশের ঘোষণা দেয়।