
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখার উদ্যোগে গতকাল শনিবার তোপখানা রোডে ট্রপিকানা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, হকার্স নেতা দেলোয়ার হোসেন, যুবনেতা রফিজুল ইসলাম রফিক, শাখার সহসম্পাদক উত্তম ভৌমিক প্রমুখ।
সমাবেশের আগে দৈনিক বাংলা-বায়তুল মোকাররম-পল্টন-প্রেস ক্লাব-তোপখানা রোড হয়ে ট্রপিকানা টাওয়ারের সামনে সমাবেশ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।