গোলাম কিবরিয়া আরও এক বছর ডিএফপির ডিজি

স ম গোলাম কিবরিয়া।
স ম গোলাম কিবরিয়া।ছবি : সংগৃহীত

তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে ফের নিয়োগ পেয়েছেন স ম গোলাম কিবরিয়া। তাকে এক বছরের চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা স ম গোলাম কিবরিয়াকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো। সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি ডিএফপির মহাপরিচালকের পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান গোলাম কিবরিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com