সংবাদপত্রের হকারদের সভায় ব্যবসার নিরাপদ পরিবেশ দাবি

কালবেলা।
কালবেলা।

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ ব্যবসায়িক পরিবেশের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভা করেছে ঢাকায় কর্মরত সংবাদপত্র-সংশ্লিষ্ট হকার্স সমিতি। গত শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে যৌথভাবে এ সভার আয়োজন করে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মে ঢাকা সংবাদপত্র হকার্স সমিতিতে বহিরাগত একদল সন্ত্রাসী সরোয়ার হোসেনের নেতৃত্বে সমিতি দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। বিভিন্ন পত্রিকার সহযোগিতার কারণে সন্ত্রাসীরা সফল হতে পারেনি। এ অভিযোগে মতিঝিল থানায় মামলা হয় এবং এ পর্যন্ত ১২ জন গ্রেপ্তার হয়েছে। সভায় নেতারা ঢাকা হকার্স সমিতিতে সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজ থেকে সংবাদপত্র শিল্পকে রক্ষা করা ও নিরাপদ রাখার লক্ষ্যে দলমত নির্বিশেষে নিজেদের মধ্যে ঐকমত্য থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাকের সভাপতিত্বে সমিতির চেয়ারম্যান আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. বেলাল হোসেন খান সভায় ছিলেন। সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ নোমান, সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ সভায় বক্তব্য দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com