
নির্ধারিত হারে ফি পরিশোধ করে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল ডিএসসিসি সম্পত্তি বিভাগ থেকে এ বিষয়ে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিলের পর থেকে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অনুমতিবিহীন কোনো বেসরকারি বাজার পরিচালনা করতে দেওয়া হবে না। তাই বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে নির্ধারিত হারে ফি পরিশোধ করে লাইলেন্স সংগ্রহ করে আগামী ৫ এপ্রিলের মধ্যে জমা দিতে অনুরোধ করা হয় গণবিজ্ঞপ্তিতে। না হলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রয়েছে।