‘হজের খরচ কমানোর সুযোগ নেই’

পুরোনো ছবি
পুরোনো ছবি

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজের খরচ কোনোভাবেই কমিয়ে আনা সম্ভব নয়। একই সঙ্গে প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। খরচ কমিয়ে ৪ লাখ টাকার মধ্যে রাখতে ধর্ম মন্ত্রণালয়কে পাঠানো লিগ্যাল নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এসব কথা বলেন মন্ত্রী।

চলতি বছর হজ করতে জনপ্রতি খরচ পড়বে প্রায় ৭ লাখ টাকা। গত ৬ মার্চ হজের খরচ কমিয়ে আনতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্ট্যাডি সেন্টার সুপ্রিম কোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় সেখানে।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার সুযোগ পাবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com