সিলেটের অসুস্থ মেয়র আরিফকে আনা হলো ঢাকায়

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেট থেকে তাকে উড়োজাহাজে ঢাকায় নেওয়া হয়। এর আগে গত রোববার রাত থেকে মেয়র অসুস্থবোধ করেন। পরে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। সেসব পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। মূলত উনার হৃদরোগের সমস্যা বেড়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার আরও কিছু সমস্যা ধরা পড়েছে। বৃহস্পতিবার এনজিওগ্রাম করানো হবে।

জাহিদুল আরও বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com