হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

কুমিল্লা শহরের মনোহরপুরের বিশিষ্ট দানশীল ও সমাজসেবী হোসনে আরা বেগমের কুলখানি স্থানীয় সোনালি জামে মসজিদে গতকাল মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে স্থানীয়রা ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ১৩ মে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নিকটাত্মীয় এবং পাড়া-প্রতিবেশীদের সেবা ও দুস্থদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

বিশেষত, প্রসূতি মা ও নবজাতকদের বিনা পারিশ্রমিকে সেবা করে তিনি সবার মন জয় করেন। মুক্তিযুদ্ধ চলাকালে এলাকার অনেকেই বিশেষত, সনাতন ধর্মাবলম্বীরা তার কাছে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান দ্রব্য গচ্ছিত রেখে দেশত্যাগ করে শরণার্থীশিবিরে আশ্রয় গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধের পর যথারীতি তা ফেরত গ্রহণ করে। তার স্বামী মরহুম রফিকুল্লাহ ছিলেন সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তার ৫ সন্তান এবং ১২ নাতি-নাতনি ও তাদের স্বামী-স্ত্রী সবাই তার অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সনদধারী এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছেন। এর মধ্যে তার ছোট সন্তান মেজর নাসির উদ্দিন আহমেদ (অব.) পিএইচডি একজন বিশিষ্ট কলামিস্ট ও বিশ্লেষক হিসেবে সুপরিচিত। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Related Stories

No stories found.
logo
kalbela.com