দুলাল হোসেন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

হেপাটাইটিস-বি’র চিকিৎসায় অনুমোদন পেল ন্যাসভ্যাক

হেপাটাইটিস-বি’র চিকিৎসায় অনুমোদন পেল ন্যাসভ্যাক

হেপাটাইটিস-বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয়। বাংলাদেশে এর প্রাদুর্ভাব বেশ লক্ষণীয়। সমস্যা হলো, এটি দেহে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। এর সংক্রমণে সময়মতো সঠিক চিকিৎসা না করলে পরবর্তী সময়ে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে।

জটিল এ রোগের সংক্রমণ ও প্রতিরোধ নিয়ে গবেষণা করে আসছেন জাপানের ইহেমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানী শেখ মোহাম্মদ ফজলে আকবর। কালবেলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, হেপাটাইটিস-বি ভাইরাস লিভারের প্রতিটি কোষে থেকে যায়। এর কারণে কারও বড় ধরনের অসুখ হতে পারে, আবার নাও হতে পারে। যদি এ ভাইরাস থেকে মুক্ত হতে চাই, তাহলে তা দেহ থেকে সরাতে হবে, যা খুবই কঠিন। আমাদের গবেষণায় একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে। এর নাম ন্যাসভ্যাক। বাজারে থাকা ওষুধ থেকে এটি সবচেয়ে বেশি কার্যক্রম ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। অন্যান্য ওষুধ খাওয়া শুরু করলে ৫ থেকে ১০ বছর বা সারাজীবনই খেতে হয়। আমাদের ন্যাসভ্যাক হচ্ছে চিকিৎসা ভ্যাকসিন। এটি মাত্র ৫ মাস ব্যবহার করতে হয়। এ ওষুধ ভাইরাসকে দমাতে পারে, ভাইরাস যেন রোগ তৈরি করতে না পারে এবং রোগপ্রতিরোধ বাড়াতে কাজ করে।

বাংলাদেশি বংশোদ্ভূত এ গবেষক বলেন, প্রতিটি অসুখের মূল কারণ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতি। আমাদের মূল লক্ষ্য, কীভাবে রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে ভাইরাস-ব্যাকটেরিয়াকে হত্যা না করে চিকিৎসা করতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়, ৮০ শতাংশ ক্যান্সার সেল আক্রান্ত। তখন যদি ক্যান্সার সেলগুলো নষ্ট করা হয়, তাহলে হয়তো রোগী আর বাঁচবে না। তাই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যেন লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস না হয়, সেটাই গবেষণার মূল বিষয়।

শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, ন্যাসভ্যাক ওষুধটি কিউবায় ব্যবহার করা হয়। বাংলাদেশের ড্রাগ অথরিটিও এটির উৎপাদন, ব্যবহার ও বাজারজাতের অনুমোদন দিয়েছে। তবে এখনো দেশে উৎপাদন শুরু হয়নি। ওষুধটি কিউবা থেকে আমদানি করা হবে বা দেশে উৎপাদন হবে, তা নিয়ে কাজ চলছে। আশা করি, ২০২৩ সালের মধ্যে এটি দেশে বাজারজাত শুরু হবে।

মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো নিয়ে ১৯৮৭ সাল থেকে নানা গবেষণা চলছে। এর মধ্যে বাংলাদেশসহ সাউথ এশিয়া অঞ্চলের লিভারের রোগ নিয়েও গবেষণা চলছে। লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হয়ে প্রতিবছর বিশ্বে ৮ লাখ ৮৮ হাজার মানুষ মারা যায়। বাংলাদেশে ২ থেকে ৫ শতাংশ মানুষ ক্রনিক হোপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

১০

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১১

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১২

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১৩

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৪

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

১৫

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

১৬

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

১৭

আরও ৭ দিন স্কুল বন্ধের দাবি

১৮

‘গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অচিরেই চালু হবে’ 

১৯

‘আমাদের নিজেদের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে’

২০
*/ ?>
X