বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

ত্রুটি পাননি কর্মকর্তা, রিট করবেন হিরো আলম

ত্রুটি পাননি কর্মকর্তা, রিট করবেন হিরো আলম

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগ খতিয়ে দেখে কোনো ত্রুটি পাননি বলে জানিয়েছেন বগুড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান। তিনি নন্দীগ্রাম উপজেলার সব ভোটকেন্দ্রের ইভিএম মেশিনে প্রাপ্ত ফল পুনর্যাচাই করেন।

ঘোষিত ফলের সঙ্গে ইভিএম মেশিনে পড়া ভোটের হিসাব শতভাগ নির্ভুল আছে। এদিকে ফল নিয়ে সন্দেহ থাকায় হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন হিরো আলম। এর আগে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার সিইসি টেলিফোনে বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে এ নির্দেশ দেন।

মাহমুদ হাসান বলেন, বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১০ কেন্দ্রে ফল পাল্টানোর অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা নজরে আসার পর সিইসি ফোন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

গত বুধবার বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন হিরো আলম। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন একেএম রেজাউল করিম তানসেন। আশরাফুল হোসেন (হিরো আলম) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

কিন্তু এ ফল মানতে নারাজ হিরো আলম। তার অভিযোগ, ভোট কারচুপি করে তাকে হারানো হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিসে যান হিরো আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, উপনির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল নিতে এসেছি। কারণ একটাই, নির্বাচন আমার কাছে সুষ্ঠু মনে হয়নি। আমাকে হারানো হয়েছে। এ ফলাফল নিয়ে আমার সন্দেহ আছে। আমি হাইকোর্টে রিট করব। এজন্য এখানে এসেছি। রোববার বা সোমবার রিট করব। তিনি আরও বলেন, আমি দেখেছি, কেউ আমাকে গ্রহণ করতে চায় না। নির্বাচন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। কেউ আমাকে গ্রহণ করেনি। এজন্য হাইকোর্টে যাব। এর আগে আমার সঙ্গে যত অন্যায় হয়েছে, হাইকোর্টে ন্যায় বিচার পেয়েছি। জনগণ যদি ভালো না বাসে তাহলে আর নির্বাচন করবেন না বলে জানান তিনি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান বলেন, ‘অভিযোগ করলেই হবে না, তার প্রমাণ থাকতে হবে। তার কাছে কী প্রমাণ আছে? আদালতে যে কেউ রিট করতেই পারেন, তবে তা প্রমাণ করতে হবে। ঘোষিত ফলাফল নির্ভুল।’

হিরো আলমের অভিযোগ প্রসঙ্গে রেজাউল করিম তানসেন বলেন, পরাজিত হয়ে তিনি উল্টাপাল্টা বকছেন। সেইসঙ্গে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছেন।

এ প্রসঙ্গে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। হিরো আলমের বক্তব্য মিথ্যা ও বানোয়াট।

নন্দীগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত ভোট কারচুপির কোনো অভিযোগ পাননি উল্লেখ করে বলেন, এ আসনে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

বগুড়ায় জামানত হারালেন হিরো আলমসহ ১৪ জন

জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়ার দুটি আসনে জাতীয় পার্টি, জাসদ, বহুল আলোচিত হিরো আলমসহ মোট ১৪ প্রার্থী জামানত হারিয়েছেন।

বগুড়া-৬ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর (প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৯৫), আশরাফুল আলম ওরফে হিরো আলম (৫ হাজার ২৭৪), সাবেক বিএনপি নেতা সরকার বাদল (২ হাজার ৮১১), রাকিব হাসান (১ হাজার ৪৪৯), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ (১ হাজার ৩৪০), মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল (১ হাজার ৬১৮), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (৪৬৮), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (৪১৭) ও গণফ্রন্টের আফজাল হোসেন (১৭০)।

এদিকে বগুড়া-৪ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক (৬ হাজার ৪৪৬), জাকের পার্টির আব্দুর রশিদ সরকার (৪ হাজার ৬৪), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল (৩ হাজার ৫৩৭), গোলাম মোস্তফা (২ হাজার ৩৯০) এবং ইলিয়াস আলী (৮৪৮)।

হিরো আলমের চমকের নেপথ্যে তরুণ ভোটার

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম দেশজুড়ে আবারও আলোচনায়।

খোঁজ নিয়ে জানা যায়, হিরো আলমের এত ভোট পাওয়ার নেপথ্যে রয়েছে তরুণ ভোটাররা। বর্তমান সময়ের তরুণ ভোটার, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীসহ ইউটিউবার যুবকরা তাকে ভোট দিয়েছেন।

নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের তরুণ ভোটার রাব্বি হাসান বলেন, মোবাইল ফোনে হিরো আলমের গান, ছবিগুলো ভালো লাগে। হিরো আলম ভালো ছেলে। এজন্য তাকে ভোট দিয়েছি।

এ বিষয়ে বগুড়া-৪ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বলেন, এমনিতেই ভোটারের উপস্থিতি কম ছিল। আর হিরো আলমকে তরুণ ভোটাররাই বেশি ভোট দিয়েছে।

হিরো আলমের অভিযোগের ভিত্তি নেই : ইসি রাশিদা

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা। তিনি বলেন, ‘হিরো আলমের এজেন্টকে কেন্দ্রভিত্তিক ফলাফল না দেওয়ার যে অভিযোগটি করা হচ্ছে, সেটি সঠিক নয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি, তিনি নন্দিগ্রামে এজেন্ট দেননি। বগুড়ার ডিসি আমাকে বলেছেন, তিনি নিজে অনেক কেন্দ্র ভিজিট করেছেন। সেসব জায়গায় হিরো আলমের কোনো এজেন্ট পাননি। কাহালুতে তার কিছু এজেন্ট ছিল। সেখানে অন্য প্রার্থীদের এজেন্ট নেই বা রেজাল্ট দেওয়া হয়নি এমন কোনো অভিযোগ নেই।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি রাশিদা বলেন, ‘পত্রিকায় যেটুকু দেখেছি হিরো আলম ভোট নিয়ে আপত্তি তুলেছেন। একটু অসন্তুষ্ট হয়েছেন। আমরা সকাল থেকে বিষয়টি নিয়ে রেকি করার চেষ্টা করেছি। সিইসি নিজে কথা বলেছেন। ডিসি সাহেব আমাদের নিশ্চিত করেছেন যে, রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট সঠিক।’

আর কোনো তদন্তে যাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘না, আমরা সন্তুষ্ট। আমাদের কাছে যে রেজাল্ট শিট আছে, আমরা নিজেরাও একটু ক্যালকুলেট করে দেখলাম যে, কোথাও কোনো ব্যত্যয় নেই। তিনি (হিরো আলম) হেরে গেছেন, তার কষ্ট হয়েছে। কষ্ট নানাভাবে প্রকাশ করছেন। তিনি এটা করতেই পারেন।’

ইভিএমের ভোটে রেজাল্ট দিতে দেরি হওয়ার বিষয়ে ইসি রাশিদা বলেন, ‘নির্বাচনের পর কিন্তু অনেক কাজ থাকে। চার, পাঁচটা রেজাল্ট শিট তৈরি করতে হয়। সব মিলিয়ে প্রস্তুত করতে সময় লেগে যায়।’ সিসি ক্যামেরা না থাকার কারণে ভোট পর্যবেক্ষণে সমস্যা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিসি ক্যামেরা থাকলে অবশ্যই ভালো হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে মারধর

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

সেতুমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

আদাবরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি, বিপাকে পুলিশ কনস্টেবল

গরমে বেড়েছে ডায়রিয়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩

একাধিক অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে এই তরুণী

‘পরকীয়ার জেরে’ হত্যা করা হয় মিতুকে : মা

১০

গাজার সেই শহরে আবারও নারকীয় হামলার ঘোষণা

১১

রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদে 

১২

যেসব জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা

১৩

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার’

১৪

গাজীপুরে তীব্র দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ

১৫

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও একজনের নাম যুক্ত হচ্ছে

১৬

বিআরটিএ’র অভিযানে ৯ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা 

১৭

ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি : রেলমন্ত্রী

১৮

সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির

১৯

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

২০
*/ ?>
X