
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কম খরচে কিডনি চিকিৎসার সুযোগ দিচ্ছে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল। ১৫ মার্চ পর্যন্ত এ সুযোগ থাকবে। রাজধানীর মগবাজারে হাসপাতালে এক মতবিনিময় সভায় কর্তৃপক্ষ এ কথা জানায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে। প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। ১ হাজার টাকায় হেলথ চেকআপ এবং ৩৫ হাজার টাকায় কিডনিতে থাকা পাথরের অপারেশন করা হবে।