সরকার জনগণের সঙ্গে তামাশা করছে: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ছবি : সংগৃহীত

কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। মানুষের হাতে টাকা নেই; কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে না, সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন, ঢাকা জেলার প্রথম সম্মেলনের উদ্বোধন সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বর্তমান সরকারকে জনসম্মতিহীন আখ্যা দেন সাকি।

এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাচ্চু ভূঁইয়া জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, তাসলিমা আখ্তার, মনির উদ্দীন পাপ্পু, ঢাকা উত্তরের মনিরুল হুদা বাবন, ঢাকা দক্ষিণের আলিফ দেওয়ানসহ অন্যরা।

সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা দীপক রায়, অঞ্জন রায়, আরিফুল ইসলাম, বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com