আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১১:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

কর্মশালা কবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের

কর্মশালা কবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের

২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচটি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। ২০২২ সালে শতভাগ ফেল করা এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১০ গুণ বেড়ে হয় ৫০টি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শিক্ষার্থীদের কীভাবে কৃতকার্য করানো যায়, তার উপায় খুঁজতে একটি কর্মশালার আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মার্চের প্রথম সপ্তাহে এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত কর্মশালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিগত সময়েও মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়ে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়নে ধীরগতি দেখিয়েছে, তাই এই কার্যক্রমেও বিলম্ব হতে পারে, বলছেন সংশ্লিষ্টরা।

গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে কর্মশালার আয়োজন করা হবে। ওসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে কৃতকার্য হতে পারে, সেজন্য আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সে লক্ষ্যে আমরা তাদের কাছে বিগত কয়েকটি বছরের সব তথ্য চেয়েছি।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালবেলাকে বলেন, মন্ত্রণালয় এটা আয়োজন করবে, তারা প্রস্তুতি নিচ্ছে। কর্মশালার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. আবু ইউসুফ মিয়া বলেন, কর্মশালার বিষয়ে মাধ্যমিক শাখার কর্মকর্তারা ভালো বলতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজানুর রহমান বলেন, ‘কাজ চলছে’।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৪৪টি কলেজ, চারটি মাদ্রাসা এবং দুটি কারিগরি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। এমন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দিনাজপুর বোর্ডে ১৩টি। সবচেয়ে কম কারিগরি বোর্ডে দুটি। এসব প্রতিষ্ঠান থেকে ১৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে।

বিশ্লেষণে দেখা গেছে, এমন বেশিরভাগ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা এক থেকে ছয়জনের মধ্যে।

দিনাজপুর বোর্ডের শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগর কলেজ (শিক্ষার্থী ১৩ জন), সালন্দর মহিলা কলেজ (১১ জন) ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ (একজন); কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গার দবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ (সাতজন), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ (সাতজন) ও বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (সাতজন); লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজ (ছয়জন), কালিগঞ্জ উপজেলার দুহুলি এস সি হাই স্কুল অ্যান্ড কলেজ (চারজন) ও হাতিবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ (একজন); নীলফামারীর জলঢাকা উপজেলার চেরাডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজ (তিনজন), গাইবান্ধার সাদুল্লাপুর নলডাঙ্গা মহিলা কলেজ (একজন), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সংকা আদর্শ কলেজ (তিনজন) ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ (একজন)।

ঢাকা শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান আটটি। এগুলো হলো মহানগরীর সবুজবাগের সেন্ট্রাল আইডিয়াল কলেজ (একজন) ও শাহজাহানপুরের ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ (তিনজন); মানিকগঞ্জের আফরোজা রমযান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (চারজন), টাঙ্গাইলের আলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ (দুজন), রাজবাড়ীর কালুখালীর নূর নেসা কলেজ (চারজন), গোপালগঞ্জের রাতইল আইডিয়াল কলেজ (তিনজন) ও ড. দিলাওয়ার হুসাইন মেমোরিয়াল কলেজের চারজন এবং কিশোরগঞ্জের লেফট্যানেন্ট কর্নেল (অব.) করিম ভূঁইয়া কলেজ (তিনজন)।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠান হলো ফেনীর নভেল কলেজ (একজন) ও গ্রিন ল্যান্ড কলেজ (একজন); ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ (সাতজন) ও জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ (আটজন) এবং চাঁদপুরের ডিবি এম সামছুল হক মডেল কলেজ (৯ জন)।

রাজশাহী বোর্ডে শতভাগ ফেল করা ৯টি প্রতিষ্ঠান হলো বগুড়ার বিশ্বহরিগাছা-বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (ছয়জন), দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ (ছয়জন) ও হযরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ (দুজন), নাটোরের আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ (পাঁচজন) এবং শেরকোল আদর্শ কলেজ (একজন), নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (তিনজন), রাজশাহীর তানোরের মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ (দুজন), জয়পুরহাটের আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ (দুজন) এবং সিরাজগঞ্জের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ (একজন)।

ময়মনসিংহ বোর্ডের তিনটি কলেজ হলো ত্রিশালের সিটি রয়েল কলেজ (পাঁচজন), নেত্রকোনার কমলাকান্দা মহিলা কলেজ (তিনজন) এবং শেরপুরের ঝিনাইগাতীর আলহাজ হাজেরা আক্তার কলেজ (দুজন)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর চেনার আলামত

বিএএফ শাহীন কলেজ ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি 

গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আ.লীগ : প্রিন্স 

বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিরোধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৬ দফা দাবি

চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রোববার থেকে নতুন টাকা পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়

২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার আহ্বান বাম জোটের 

মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ, তবুও মিলছে না ক্রেতা

রেলের অনলাইন টিকিটে ডিজিটাল জালিয়াতি

এসকেএফ ফার্মাতে চাকরি, কর্মস্থল ঢাকা

১০

আ.লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে : মেজর হাফিজ

১১

মিয়ানমারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্টমার্টিন

১২

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার পাচার অতঃপর...

১৩

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

১৪

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা বাতিলের দাবি’

১৫

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

১৬

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

১৭

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

১৮

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

১৯

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

২০
*/ ?>
X