বিদেশিরা দেশের অগ্রযাত্রা রুখতে পারবে না : হুইপ স্বপন

সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।ছবি : কালবেলা

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, একজন বিশেষ ব্যক্তির জন্য কয়েকজন বিদেশি বিশিষ্ট নাগরিক বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন আকারে বিবৃতি প্রকাশ করেছেন। এই বিবৃতির বিজ্ঞাপন একজন ব্যক্তির অযৌক্তিক আবদার পূরণের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত। যারা বিবৃতির বিজ্ঞাপনে স্বাক্ষর করেছেন তাদের অধিকাংশই নিজ নিজ দেশে রাজনীতিতে অবসর গ্রহণ করেছেন বা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। বাংলাদেশের সব দেশপ্রেমিক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবেই। অবসরপ্রাপ্ত বিদেশি নেতারা বাংলাদেশের অদম্য এগিয়ে চলা রুখতে পারবে না।

গতকাল জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শত প্রতিকূল, প্রাকৃতিক দুর্যোগ, ভূমির স্বল্পতা, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, সম্পদের স্বল্পতার চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বসেরা ভিশনারি রাষ্ট্রনায়ক, বাঙালির আপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্পাতকঠিন নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন ও সর্বব্যাপী মানবকল্যাণের পথে এগিয়ে চলছে। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাড. মোমিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম, অধ্যক্ষ আব্দুল মোমেন, অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল, গোলাম হাক্কানি, সংস্কৃতিসেবক আমিনুল হক বাবুল প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com