ঢাকা দক্ষিণে বিয়ে করলে দিতে হবে কর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি

রাজস্ব আয় বাড়াতে বিয়ের ওপর কর আরোপের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ পরিকল্পনা বাস্তবায়নে অনুমোদন চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয় সংস্থাটি। মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে। ফলে দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় কেউ বিয়ের পরিকল্পনা করলে তাকে বিষয়টি মাথায় রাখতে হবে।

সিটি করপোরেশন আদর্শ কর তপশিলের ১৫২ ধারায় বলা হয়েছে, প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার এবং প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা দিতে হবে। চতুর্থ বিয়ের জন্য দিতে হবে ৫০ হাজার টাকা। স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক গতকাল বুধবার বলেন, এই আইন আগে থেকেই ছিল। আমরা কেবল এটি কার্যকরের ওপর জোর দিচ্ছি। শিগগিরই কাজিদের নিয়ে একটি সচেতনতামূলক সভা করার পরিকল্পনা করছে ডিএসসিসি। ডিএসসিসির রাজস্ব বিভাগ সংশ্লিষ্টরা জানান, বিয়ে নিবন্ধনের বিষয়টি দেখভাল করে আইন মন্ত্রণালয়। আইন অনুযায়ী, করের টাকা আদায়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ডিএসসিসি। তাদের এ চিঠি আইন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। পরে এ বিষয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বিয়ের ওপর কর আদায়ের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, আপাতত বিয়ের ওপর কোনো কর আরোপের পরিকল্পনা তাদের নেই।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com