উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

উল্লাপাড়ায় ধানক্ষেতে পোকা দমনে আলোর ফাঁদ

উল্লাপাড়ায় ধানক্ষেতে পোকা দমনে আলোর ফাঁদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বোরো ধানের মাঠে বিভিন্ন ধরনের পোকা শনাক্তকরণে স্থাপন করা হচ্ছে আলোর ফাঁদ। এতে ফসলের ক্ষতি কমিয়ে আনাসহ মিলবে ভালো ফলন। স্থানীয় কৃষি বিভাগ চলতি মৌসুমে বিভিন্ন মাঠে ৪৩০টি আলোর ফাঁদ স্থাপন করেছে।

জেলার শস্যভান্ডার হিসেবে পরিচিত উল্লাপাড়া উপজেলায় প্রতিবছর বোরো মৌসুমে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয়। কৃষকদের এই ক্ষতির হাত থেকে রক্ষায় চলতি বোরো মৌসুমে স্থানীয় কৃষি বিভাগ আগেভাগেই কার্যকর উদ্যোগ নেয়। এসব পোকার মধ্যে উপকারী এবং ক্ষতিকারক উভয় থাকে। কৃষকরা না বুঝে এ পোকা দমনে জমিতে নিজেদের ইচ্ছামতো কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করেন। এতে ধানের ব্যাপক ক্ষতিসহ উপকারী পোকা মারা যায়। পরিবেশ বিপর্যয়সহ কীটনাশকের পেছনে কৃষককে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়। দেখা দেয় ফলন বিপর্যয়। এতে ক্ষতির মুখে পড়েন কৃষকরা।

উপজেলায় এরই মধ্যে ৫০টি অধিক আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। চলছে বাকিগুলো স্থাপনের কাজ। কৃষি কর্মকর্তাসহ উপসহকারী মাঠ কর্মীরা রাতের বেলা নিজেরাই বোরোর মাঠে নেমে এ ফাঁদ স্থাপন করছেন। কৃষিজমির ২০০ মিটার দূরে ধানগাছের দুই-তিন ফিট উঁচুতে আলোর ফাঁদ স্থাপন করা হচ্ছে। প্রযুক্তি কাজে লাগিয়ে লাইট, ব্যাটারি দিয়ে তৈরি বিশেষ ধরনের ফাঁদের নিচে বালতি, গামলা স্থাপন করা হয়। এর ভেতর সাবান পানির মিশ্রণ রাখা হয়। রাতে ৪০ থেকে ৪৫ মিনিট এ আলোর ফাঁদ জ্বালানো হয়। এতে আকৃষ্ট হয়ে মাঠের পোকামাকড় উড়ে এসে সেই ফাঁদে পড়ে মারা যাবে। কৃষি কর্মকর্তারা সপ্তাহে একদিন করে বিভিন্ন এলাকার মাঠে গিয়ে সেই ফাঁদে পড়া পোকামাকড় পরীক্ষা করে কৃষকের জমিতে প্রয়োজনীয় কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের কথা জানাচ্ছেন। সেই অনুযায়ী কৃষকরা তা জমিতে প্রয়োগ করবেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, আমরা ইরি-বোরো মৌসুমের শুরুতেই উপজেলার বিভিন্ন মাঠে আলোর ফাঁদ স্থাপন করা শুরু করেছি। বোরো মৌসুমে নিজেদের অর্থায়নে উপজেলায় ৪৩০টি আলোর ফাঁদ স্থাপন করছি। এ পদ্ধতির কারণে অন্য জমির ফসলও ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করা যাবে। পোকা দমনে এমন পদ্ধতি পেয়ে কৃষকরাও দারুণ খুশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পুকুরে মাছের সঙ্গে উঠে এলো মরদেহ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা

প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করছে পারিবারিক পুষ্টি বাগান

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

১০

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

১১

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

১২

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

১৩

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

১৪

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

১৫

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

১৬

মৃত অবস্থায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

১৭

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

১৮

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

১৯

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

২০
*/ ?>
X