গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র বিকাশ মঞ্চ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র বিকাশ মঞ্চ
ছকিব : কালবেলা

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহণ করবে।

গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ ছালু।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদ এবং রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এই সমাবেশ হয়। এতে আরও বক্তব্য দেন গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতা ইদ্রিস চৌধুরী, আব্দুল হাই মণ্ডল, মহিউদ্দিন বাবলু, আব্দুল হাই সরকার, শেখ আবুল কালাম প্রমুখ নেতারা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com