
রাজধানীতে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন শিক্ষানবিশ চিকিৎসক। বেপরোয়া গতির বাসটি ফাতেমা কাশেম (২৫) নামের ওই চিকিৎসককে ধাক্কা দিয়ে ফেলে পা পিষে চলে যায়। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফার্মগেটে ঘটনাটি ঘটে। বাসের আঘাতে ফাতেমার কোমর ও পায়ের হাড় কয়েক টুকরা হয়ে গেছে। তিনি বেসরকারি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, দুর্ঘটনার পর জনতার সহায়তায় চালককে আটক ও এলাইক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসে যেতে ফার্মগেটের আল-রাজি হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। কিছু বুঝে ওঠার আগেই এলাইক পরিবহনের বাসটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় চালক তার ডান পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন। পরে পথচারীরা তাকে ধরাধরি করে পঙ্গু হাসপাতালে পাঠান।
ফাতেমার তত্ত্বাবধানকারী পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন সঞ্জয় কুমার রায় বলেন, ফাতেমার অবস্থা বেশ গুরুতর। শকে যাওয়ায় রক্ত ও স্যালাইন দেওয়া হচ্ছে। সেরে উঠতে সময় লাগবে।