সীতাকুণ্ডে এবার জাহাজ কাটা শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে এবার জাহাজ কাটা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বারআউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

গত শনিবারই ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল সীতাকুণ্ড। কদমরসুলপুরের সীমা অক্সিজেন লিমিটেড কারখানার ওই বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ২৫ জন। এর মাত্র পাঁচ দিনের মাথায় শিপইয়ার্ডে এ বিস্ফোরণ হলো।

সীতাকুণ্ড মডেল থানার এসআই সাজীব হোসেন বলেন, গতকাল ওই শিপইয়ার্ডে গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটছিলেন আশরাফ। এ সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে দগ্ধ হন আশরাফ। চমেক হাসপাতালে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, শিপইয়ার্ডের মালিক আবু তাহের বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় এমপি দিদারুল আলমের বাবা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com