
বাংলা পঞ্জিকার শেষ মাস চৈত্রের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। আজ বৃহস্পতিবারও উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২২ মার্চ পর্যন্ত কালবৈশাখীর প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার রাজধানীতে দুই দফায় সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে ফিরেছেন নগরবাসী। অনেকেরই ধারণা, এতে শহরের দূষিত বাতাসের মাত্রা কিছুটা হলেও কমবে। সকাল ১০টার দিকে চারদিক অন্ধকার করে মেঘ জমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বুধবারের বৃষ্টির রেশ বৃহস্পতিবারও থাকবে। এদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কাল দেশের একাধিক স্থানে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এখন প্রাক-মৌসুমি বায়ুপ্রবাহের সময়। এ সময় মেঘ ও বৃষ্টি হবে, তা স্বাভাবিক। আর কালবৈশাখীর মেঘ সাধারণত গঠন হয় দুপুরের পর থেকে। এরপর ঝড় ওঠে।
বুধবার আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।