রংপুরে প্রতিবন্ধী শিশুকে পার্কে ঢুকতে বাধা ব্যবস্থা চেয়ে রিট

হাইকোর্ট।
হাইকোর্ট।পুরোনো ছবি

রংপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সব সরকারি পার্কে ফ্রি এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী জনস্বার্থে এ রিট করেছেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ৭ মে ‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে এ রিট করা হয়।

আবেদনে সমাজ কল্যাণ সচিব, নারী ও শিশু সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসক, চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

এতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অনুসারে চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্নদের পার্ক, বিনোদন পার্ক, শপিং কমপ্লেক্স, মার্কেট, রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার এবং বিশেষ যন্ত্রপাতি ও হুইল চেয়ার চলাচলের জন্য র্যাম্প রাখার নিশ্চয়তা কেন দেওয়া হবে না এবং সরকারি পার্কে একজন অভিভাবকসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফ্রিতে প্রবেশের সুযোগ, রাইডের ব্যবহার এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com