প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি : সংগৃহীত।

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল সোমবার। এদিন সদ্যসমাপ্ত সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন তিনি।

আগামীকাল বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তিন দেশ সফরের প্রথম ধাপে গত ২৫ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জাপানে যান। সেখানে দেশটির সম্রাট নারুহিতো ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেন। সফরে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চার দিনের সফর শেষে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। পরে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যান। সেখানে ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com