রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে রিট শুনতে বিব্রত হাইকোর্ট

হাইকোর্ট।
হাইকোর্ট।পুরোনো ছবি

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট শুনতে বিব্রত হয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য এলে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রত প্রকাশ করেন। পরে রিট আবেদনটি প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দেন ওই বেঞ্চ।

বেঞ্চের বিচারপতি আহমেদ সোহেল শুনানি করতে বিব্রত প্রকাশ করে জানান, প্রায় পাঁচ বছর তিনি দুদকের আইনজীবী ছিলেন। তাই বিষয়টি সে সংশ্লিষ্ট হওয়ায় তিনি শুনতে বিব্রত বোধ করছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী এম এ আজিজ খান।

তিনি পরে সাংবাদিকদের বলেন, এখন প্রধান বিচারপতি যে বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য পাঠাবেন, সেই বেঞ্চে শুনানি হবে।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশের বিষয়টি চ্যালেঞ্জ করে গত ৭ মার্চ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com