ঢাকায় মিলেট বর্ষ উদযাপন

রোববার ‘খাদ্য নিরাপত্তা ও মিলেটের গুরুত্ব’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রণয় ভার্মা ও সাধন চন্দ্র মজুমদারসহ অন্যরা।
রোববার ‘খাদ্য নিরাপত্তা ও মিলেটের গুরুত্ব’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রণয় ভার্মা ও সাধন চন্দ্র মজুমদারসহ অন্যরা। ছবি : কালবেলা

ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে খাদ্য নিরাপত্তা ও মিলেটের (ভুট্টা জাতীয় খাদ্য) গুরুত্ব শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আন্তর্জাতিক মিলেট বর্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।

প্রণয় ভার্মা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্য জনপ্রিয় করা, টেকসই কৃষির প্রচার ও কৃষকদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে মিলেটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মিলেট বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবহারিক জ্ঞান বিনিময়, সর্বোত্তম অনুশীলনের

আদান-প্রদান এবং গবেষণা ও উন্নয়ন উদ্যোগে সহযোগিতা করার প্রচুর সুযোগ রয়েছে। ভারতীয় হাইকমিশনের উদ্যোগের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বাংলাদেশের কৃষি খাতে রূপান্তর এবং মিলেট উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ অংশীদারত্বের গুরুত্বপূর্ণ উপাদান হলো কৃষি সহযোগিতা। দুই দেশ মিলেট বিষয়ে একসঙ্গে কাজ করতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com