
গবেষণার নামে ধূমপানের বিকল্প ই-সিগারেট, ভেপিং পণ্যের ব্যবহার ও বাজারজাতকরণের চেষ্টা এবং অর্থায়ন করছে বহুজাতিক তামাক পণ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলো, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। গতকাল বুধবার তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযোগ করা হয়।
এতে বলা হয়, ফিলিপ মরিসের (পিএমআই) অর্থায়নে ফাউন্ডেশন ফর এ স্মোক-ফ্রি ওয়ার্ল্ডের (এফএসএফডব্লিউ) সহায়তায় বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের ধূমপানের ক্ষতি কমানোর বিষয়ে তথাকথিত গবেষণা প্রোটোকল তৈরি করে তা প্রচার করছে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এইস) বাংলাদেশ, যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সাবস্ট্যান্স ইউজ রিসার্চ লিমিটেড (সিশুর) এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগেও তারা এ বিষয়ে প্রচারণা চালিয়েছে। একদিকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে ই-সিগারেট ও ভেপিং জাতীয় পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরকম সময়ে এসে তামাক কোম্পানির অর্থায়নে নিষিদ্ধ পণ্য ব্যবহারে প্রচারণা চালানো হচ্ছে।