এফআর টাওয়ারে আগুন : ফের তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

এফআর টাওয়ারে আগুন।
এফআর টাওয়ারে আগুন।ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৭ জনের মৃত্যুর ঘটনার মামলায় ফের তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এ মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছিল। তবে আদালত ফের তদন্তে পাঠিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর আদালতে চার্জশিট দেন। সেখানে এস এম এইচ আই ফারুক, তাজভীরুল ইসলাম, সেলিম উল্লাহ, এ এ মনিরুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান, ওয়ারদা ইকবাল, কাজী মাহমুদুন নবী ও রফিকুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছিল। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খানকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুন লাগে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com