নদী খননে স্বচ্ছতা দাবি ১৩ বিশিষ্টজনের

নদী খননে স্বচ্ছতা দাবি ১৩ বিশিষ্টজনের

অভ্যন্তরীণ নৌপথে বছরজুড়ে নৌ-চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত পলি অপসারণে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন ১৩ বিশিষ্ট নাগরিক। বিলুপ্ত নদী ও নৌপথ উদ্ধারে চলমান নদী খনন প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং রাষ্ট্রীয় তহবিলের শতকোটি টাকা অপচয় বন্ধের দাবিও জানিয়েছেন তারা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, নৌপথের নিয়মিত পলি অপসারণের জন্য সরকার প্রতিবছর বিআইডব্লিউটিএকে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। অথচ নাব্য সংকটের কারণে ঢাকা-বরিশালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নৌপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিলুপ্ত নদী ও নৌপথ পুনরুদ্ধারে বড় নদীগুলো খননের জন্য একাধিক মেগা প্রকল্প হাতে নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসেনি।

বিবৃতিদাতারা হলেন প্রকৌশলী ম. ইনামুল হক, এস এম নাজের হোসাইন, নুরুর রহমান সেলিম, জাকির হোসেন, অমিতরঞ্জন দে, মোহাম্মদ শহীদ মিয়া, আমিনুর রসুল বাবুল, মো. আবদুল হামিদ, রফিকুল আলম, ইফমা হুসেইন, বাপ্পিদেব বর্মণ, নাজিম উদ্দিন ও রফিকুল ইসলাম সুজন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com