আগে সরকারকে যেতে হবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।ছবি : সংগৃহীত

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘মানুষকে বিভ্রান্ত করার জন্য’ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সরকারকেই সরে যেতে হবে। তারপর নতুন করে একটা অন্তর্বর্তী সরকারের প্রশ্ন। ওদের বাকি কথাগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, জাল বিছানোর জন্য। এগুলো আমরা কেয়ার করছি না।

এ সময় সরকার পরিবর্তনের আন্দোলনে রোডমার্চসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জানান, ২৩ মে ঢাকা দক্ষিণে ও ২৮ মে ঢাকা উত্তরে পদযাত্রা এবং ৪ থেকে ৭ জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে। দক্ষিণের পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শেষ হবে। আর উত্তরের পদযাত্রা মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে শেষ হবে বাড্ডায়। যুগপৎ আন্দোলনের প্রধান শরিক বিএনপি ঢাকাসহ সারা দেশের মহানগর-জেলায় জনসমাবেশের চার দিনের কর্মসূচি ঘোষণার পর শরিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ এই কর্মসূচি ঘোষণা করল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com