মাহমুদুল হাসান
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

দেশের ৩ হাসপাতালে মাইক্রোওয়েভ প্রযুক্তি

দেশের ৩ হাসপাতালে মাইক্রোওয়েভ প্রযুক্তি

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রথমবারের মতো দেশের তিনটি বড় হাসপাতালে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি। এ মেশিনে মাত্র ৩০ মিনিটে স্বয়ংক্রিয়ভাবে মেডিকেল বর্জ্যকে সাধারণ বর্জ্যে পরিণত করা যায়। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হয়, অন্যদিকে প্রযুক্তিটি পরিবেশবান্ধবও বটে। আবার মেশিনগুলো সহজে পরিচালনযোগ্য। এ ছাড়া স্বল্পসময়ে বর্জ্য বিশুদ্ধিকরণ, স্থাপনে জায়গা কম লাগায় দেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এ পদ্ধতিকে নতুন দিগন্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই প্রযুক্তি ব্যবহারে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি থাকে না। তাই প্রয়োজনে অন্যান্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায়ও এ পদ্ধতি ব্যবহার করা সম্ভব। সেইসঙ্গে বর্জ্য রিসাইক্লিং করে ফের উৎপাদনেও ভূমিকা রাখা সম্ভব, যা উন্নত বিশ্বে অহরহ করা হচ্ছে। জানা গেছে, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত এটাই বিশ্বে সর্বাধুনিক ও জনপ্রিয় প্রযুক্তি। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৬০টিরও অধিক দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হয়।

বাংলাদেশের তিন হাসপাতালে মোট চারটি মাইক্রোওয়েভ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি এবং অন্যটি টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রতিদিন গড়ে এ তিন প্রতিষ্ঠানের গজ, ব্যান্ডেজ, কাপড়, সিরিঞ্জ, সুঁই, বোতল, স্যালাইন ব্যাগ, নল, ছুরি-কাঁচি, মানুষের শরীর থেকে কেটে ফেলা অংশ মিলিয়ে ৩ হাজার কেজিরও বেশি বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। প্রতিটি মেশিন স্থাপনে ব্যয় প্রায় ৫ কোটি টাকা।

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা হাসপাতালের মেডিকেল ও অন্যান্য বর্জ্য হাসপাতাল থেকে এনে মেশিনে দিচ্ছেন। মেশিনের ভেতরের সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয়ে যাওয়ার পর উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ প্রয়োগ করে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত উত্তপ্ত করা হয়। এতে ৯৯ দশমিক ৯৯৯৯৯ (এইট লগ টেন) পর্যন্ত জীবাণু ধ্বংস হয়ে যায় এবং মেশিনের ভেতরে থাকা ঘূর্ণিয়মান ব্লেডগুলো জীবাণুমুক্ত শুকনো ও দুর্গন্ধমুক্ত বর্জ্যগুলোকে বের করে দেয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটের মধ্যেই হাসপাতাল বর্জ্য পৌরসভার সাধারণ বর্জ্যে পরিণত হয়। পরে সেগুলোকে কালো বস্তায় ঢুকিয়ে সাধারণ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। পুরো প্রক্রিয়ার মধ্যে মাত্র ১০ মিনিটের জন্য একজন অপারেটরের প্রয়োজন।

টাঙ্গাইল সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. এস কে এম শুয়াইবুর রহমান বলেন, এই মেশিন ব্যবহার করার ফলে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি কমে এসেছে। এটি দেশের সব হাসপাতালে ব্যবহার করলে ভালো হয়। পাশাপাশি উন্নত বিশ্বের মতো এই বর্জ্য রিসাইক্লিং করে এর থেকে সুবিধা নেওয়া যেতে পারে।

মাইক্রোওয়েভ মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রেড ভিশন লিমিটেডের ম্যানেজার শাহেদুজ্জামান বলেন, মেডিকেলের যেসব বর্জ্য ঝুঁকিপূর্ণ জীবাণু থাকতে পারে বলে ধারণা করা হয়, সেগুলো এই মেশিনে ফেলা হয়। মেশিনটির ভেতরে থাকা ধারাল ব্লেড দ্রুত ঘোরানোর মাধ্যমে সব কিছু মুহূর্তেই ডাস্ট হয়ে যায় এবং টেক্সটাইল মিলের ফেলে দেওয়া সুতার মতো দেখা যায়। ফলে বর্জ্যগুলো আগের তুলনায় ৮৫ শতাংশ কম জায়গা দখল করে এবং ২৫ শতাংশ ওজন কমিয়ে ফেলে। কেউ ইচ্ছা করলে জীবাণুমুক্ত বর্জ্যগুলো কাজে লাগাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : কাদের

ভুটানের রাজাকে বিদায় জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

রমজানে মুসল্লিদের জন্য খুলল মসজিদে নববীর ছাদ

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আইএমএফের হিসাবে এখন দেশের রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক 

কোটি টাকার দুর্নীতি তদন্তে পশ্চিমাঞ্চলের রেলে দুদকের হানা

বৃত্তি পেলেন ঢাবির ৩০ শিক্ষার্থী

ওমরাহকারীদের জন্য নতুন নিয়ম সৌদির

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

১০

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ২৫ গ্রাম

১১

ইসরায়েলের গণহত্যা নিয়ে তদন্ত করা কর্মকর্তাকে হুমকি

১২

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

১৩

ডিজিটাল সুরক্ষা সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ

১৪

চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে যৌনপল্লীতে বিক্রি অতঃপর...

১৫

ঢাবি ভর্তি পরীক্ষার ৪ চার ইউনিটের ফল প্রকাশ  

১৬

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ  

১৭

মাকে ভরণপোষণ না দেওয়ায় শিক্ষক গ্রেপ্তার

১৮

দূষণের কারণে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকাল মৃত্যু : বিশ্বব্যাংক

১৯

৭০ হাজার সরকারি কর্মচারী ছাঁটাইয়ের ঘোষণা আর্জেন্টিনার

২০
*/ ?>
X