
ছোটদের নোবেলখ্যাত ‘বিশ্ব শিশু পুরস্কার’-এর দৌড়ে এগিয়ে থাকা তিনজনের মধ্যে রয়েছেন বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান। বিচারকমণ্ডলী নৌকাস্কুলের উদ্ভাবক রেজোয়ানসহ শিশুদের কল্যাণে নিবেদিত কানাডার সিন্ডি ব্লাকস্টক ও ভিয়েতনামের থিচ নু মিন তু-কে ‘শিশু অধিকার নায়ক’ নির্বাচন করেছে।
বিশ্বজুড়ে লাখো শিশুর ভোটের মাধ্যমে ৪ অক্টোবর এ তিনজনের মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। এই পুরস্কারের অর্থমূল্য সুইডিশ মুদ্রায় ৫ লাখ ক্রোনা, যা ৫০ লাখ টাকারও বেশি।
মোহাম্মদ রেজোয়ান বেশ কয়েক বছর ধরে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন। রেজোয়ান ও তার প্রতিষ্ঠান ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’ শিশুদের জন্য ২৬টি ভাসমান স্কুল প্রতিষ্ঠা করেছে, যেগুলো দেশ-বিদেশে খ্যাতি পেয়েছে রেজোয়ানের ‘নৌকাস্কুল’ নামে।