
রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। জীবন্ত সত্তা হিসেবে নদীর অধিকার নিশ্চিত করার দাবিতে বুড়িগঙ্গায় প্রতীকী অবস্থান ও পরিচ্ছন্ন করেছেন তারা।
গতকাল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে জনসাধারণের কাছে নদীর গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, গ্রিন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারসহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি নদী নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। অসচেতন কর্মকাণ্ডের মাধ্যমে আমরাই নদীকে মেরে ফেলি। নদী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, এ নদীই ঢাকার প্রাণ। কিন্তু সেই প্রাণকে আমরা নিষ্প্রাণ করে দিচ্ছি। নদী রক্ষার জন্য কোনো বিশেষ গোষ্ঠীর ওপর নির্ভরশীল না থেকে নদী পাড়ের মানুষকেই নদীকে রক্ষার দায়িত্ব নিতে হবে।
এ সময় বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, বাপা নদী ও জলাশয় কর্মসূচি কমিটির সদস্য সচিব ড. হালিম দাদ খান, গ্রিন ভয়েসের সহসমন্বয়ক ও বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, হাওর অঞ্চলবাসীর সভাপতি জাকিয়া শিশির, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের সভাপতি মোহাম্মদ এজাজ, গ্রিন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিসহ অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।